জাতীয়

নুসরাত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রসিকিউশন প্রস্তুত

অভিযোগ দাখিল হলেই ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রসিকিউশন (বিচার পরিচালনা বিভাগ) প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Advertisement

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বাংলাদেশের প্রায় সবাই নুসরাত হত্যাকাণ্ডের ব্যাপারে ক্ষুব্ধ। এই বিচার শেষ করার ব্যাপারে তাদের একটা আগ্রহ আছে। আমাদের দায়িত্ব হচ্ছে, এই বিচার যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমি বলতে পারি, আমরা প্রসিকিউশন থেকে যেসব প্রিপারেশন দরকার অন দ্য গ্রাউন্ড, মামলা পরিচালনা করতে ডিউ প্রসেসে এটাকে সমাপ্ত করতে যেসব প্রিপারেশন দরকার আমরা সেগুলো নিয়ে রেখেছি।’

তিনি বলেন, ‘যে মুহূর্তে অভিযোগপত্র দাখিল করা হবে; রাজন হত্যা মামলা তাড়াতাড়ি শেষ করতে পেরেছি, রেকর্ড টাইমে। এ রকম তাড়াতাড়ি কোনো মামলা শেষ হয়নি বাংলাদেশের ইতিহাসে, ঠিক সে রকম আমরা এটাকে শেষ করার ব্যবস্থা গ্রহণ করব।’

গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

Advertisement

গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় গেলে এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিয়ে ভবনের চারতলায় নিয়ে যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে দগ্ধ নুসরাত জাহান রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ এপ্রিল মারা যান নুসরাত।

নারী ও শিশু নির্যাতন আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা চাই না এই মামলাগুলো বিলম্বিত হোক। কেন বিলম্বিত হচ্ছে, সে বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। সাক্ষী না আসার কারণে বিলম্ব হয়, সেগুলো দূর করার চেষ্টা করছি।’

খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি আলোচিত হচ্ছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি আপনাদের যদি কিছু বলি সেটা মনে হয় ঠিক হবে না। কারণ আমি এ সম্পর্কে কিছু জানি না।’

Advertisement

আরএমএম/আরএস/পিআর