দেশজুড়ে

গাইবান্ধার রংপুর চিনিকলে আখ রোপণের উদ্বোধন

গাইবান্ধার একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের নিজস্ব খামারসহ আটটি সাবজোন এলাকায় মঙ্গলবার ২০১৫ আখ রোপণ মৌসুমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। দেশের সকল চিনিকলের সঙ্গে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হলেও এবার রংপুর চিনিকল তাদের নিজস্ব খামারের লিজপ্রথা বাতিল করে চিনিকলের ব্যবস্থাপনায় আখ রোপণ শুরু করায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। এতে চাষিদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।  চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার প্রধান কার্যালয় থেকে প্রেরিত টাস্কফোর্সের সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে সকল সাবজোন এলাকায় রোপা পদ্ধতিতে বীজ রোপণের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গোবিন্দগঞ্জের চাপড়ীগঞ্জ ইক্ষু ক্রয়কেন্দ্র মাঠে এক আখচাষি সমাবেশ কামারদহ ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে্এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আখচাষের নানা সমস্যা, সম্ভাবনা এবং সমস্যা থেকে উত্তোরণের বিষয়ে খোলামেলা আলোচনা করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক, মহা-ব্যবস্থাপক (কৃষি) আবু তাহের ভুঁইয়া, টাস্কফোর্সের সদস্য সাইফুল ইসলাম, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, আখচাষি সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুল রশিদ ধলু, আখচাষি সুভাস চন্দ্র সরকার, তাজুল ইসলাম প্রমুখ। অমিত দাশ/এমজেড/আরআইপি

Advertisement