জাতীয়

শেখ রাসেলের জন্মদিন আজ

আজ ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল। পাঁচ ভাই-বোনের মধ্যে শেখ রাসেলই সবার ছোট।১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে মৃত্যু হয় শেখ রাসেলের। ওই সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। মায়ের কাছে নেওয়ার কথা বলে সেই রাতে বাড়ির দোতলায় নিয়ে তাকে গুলি করে সেনা সদস্যরা।শেখ রাসেলের জন্মবার্ষিকীতে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকেও দিনটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়।এ উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ আসর ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

Advertisement