অর্থ সঙ্কটে বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের কর্মীদের চাকরির প্রস্তাব দিয়েছে মার্কিন সংস্থা উইওয়ার্ক। বুধবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট ও সেলসের ক্ষেত্রে জেট এয়ারওয়েজের কর্মীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করছে তারা।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু জেটের কর্মীদের কাছ থেকে চাকরির আবেদন নেয়ার জন্য পৃথক একটি ই-মেইল আইডি তৈরি করেছে উইওয়ার্ক। এছাড়া নিয়োগের ক্ষেত্রে জেটের কর্মীরা প্রাথমিক অগ্রাধিকার পাবে বলেও জানিয়েছে সংস্থাটি।
দীর্ঘদিন ধরে অর্থ সঙ্কটে জেট এয়ারওয়েজ। ঋণদাতাদের কাছ থেকে অতিরিক্ত তহবিলের অনুরোধ করেও না পাওয়ায়, সংস্থাটি এমন ঘোষণা দেয়। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কাছ থেকে জরুরি ভিত্তিতে ৪০০ কোটি রুপি ঋণ চেয়েও পায়নি। এদিকে ঋণ রয়েছে ৮ হাজার কোটি রুপি। তাই গত ১৭ এপ্রিল সাময়িকভাবে সেবা বন্ধ করার ঘোষণা দেয় ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন এ সংস্থাটি।
এভাবে বন্ধ ঘোষণা করায় সংস্থার কর্মীরা বিপদে পড়েছে। স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে জেট এয়ারওয়েজে কর্মী রয়েছে প্রায় ২৩ হাজার। ফলে এসব কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
Advertisement
১৯ এপ্রিল এক বিবৃতিতে বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট জানায়, ইতোমধ্যে বন্ধ জেট এয়ারওয়েজের ৫০০ কর্মীকে নিজেদের প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে। এর মধ্যে ১০০ জন পাইলট। এ ছাড়া আরও কর্মীকে নিয়োগ করতে চলেছে তারা।
এদিকে জেট এয়ারওয়েজের ১০০ কর্মীকে নিজেদের প্রতিষ্ঠানে নিয়োগ করার কথা জানিয়েছে হায়দরাবাদ ভিত্তিক বেসরকারি বিমান সংস্থা ট্রুজেট। এছাড়া আগামী দুই মাসের মধ্যে নতুন রুটে উড়ান পরিষেবা চালু করবে সংস্থাটি।
এমএসএইচ/জেআইএম
Advertisement