জাতীয়

প্রথমবারের মতো ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অতিক্রমের খবর জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

Advertisement

পিডিবি জানায়, বুধবার রাত ৮টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। তখন উৎপাদন ছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট।

পিডিবির পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, এটিই দেশের সর্বোচ্চ উৎপাদন। গত বছর সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ১১ হাজার ৬২৩ মেগাওয়াটের। এরপর বুধবারই ৪৩৪ মেগাওয়াট একদিনে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

গ্রীষ্ম এবং রমজানকে সামনে রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়েছে সরকার। ইতোমধ্যে সব উৎপাদন এবং বিতরণকারী কোম্পানির সঙ্গে বৈঠক করে বিশেষ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রমজানে এবং গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি অন্য সময়ের মতোই স্বাভাবিক রাখার তাগিদ দেয়া হয়েছে।

Advertisement

সরকারের তরফ থেকে বলা হয়েছে এবার রমজান হবে লোডশেডিং শূন্য। গ্রীষ্মে আরও ৮০০ মেগাওয়াটের নতুন কেন্দ্র চালু হচ্ছে। এই কেন্দ্রগুলোর মধ্যে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এর একটি ১০০ মেগাওয়াটের কেন্দ্র খুলনার বাগেরহাটে উৎপাদন শুরু করেছে।

জেএইচ/জেআইএম