জাতীয়

জায়ান-নুসরাতের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া ফেনী সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি এবং বনানী এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে উদ্ধারকর্মী ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতেও শোক প্রস্তাব জ্ঞাপন করা হয়।

Advertisement

বুধবার সংসদ অধিবেশন শুরুতেই তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শোক প্রস্তাবটি গৃহীত হয়।

সম্প্রতি শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায়, ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায়, ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় সংসদে গভীর শোকপ্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

এছাড়াও সাবেক মন্ত্রী ও সংসদ-সদস্য শেখ আব্দুল আজিজ, সাবেক সংসদ-সদস্য আবু সালেহ মোহাম্মদ সাইদ দুলাল, মঞ্জুর আহমেদ, তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, আরজু মান্দ বানু, রহিমা আক্তার, মো. আক্তারুজ্জামানের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

Advertisement

এইচএস/জেএইচ/পিআর