দুই দফা সময় নিয়েও মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনী জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করতে পারেনি। গত ২১ এপ্রিল (রোববার) দ্বিতীয় দফার মেয়াদ শেষ হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম।
Advertisement
জানা যায়, গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অভ্যন্তরের সাইক্লোন শেল্টারের তিন তলার ছাদে নিয়ে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেয়া হয়। ঘটনার পরদিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করে জেলা প্রশাসন। ওই কমিটিতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহকে সদস্য করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।
তিন কার্যদিবস শেষ হলেও কাজ শুরু করতে না পারায় ১০ এপ্রিল বুধবার জেলা প্রশাসক বরাবর তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম আরও সাতদিন সময় বাড়ানোর আবেদন করেন। পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান আরও সাত কার্যদিবস মেয়াদ বাড়ান।
তদন্তকারী দলের সদস্য ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ বলেন, তদন্তের পুরো কাজ এখনও সমাপ্ত করতে পারিনি। প্রতিবেদন জমা দিতে আরো দু-একদিন সময় লাগতে পারে।
Advertisement
এ বিষয়ে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, ২১ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয়ার শেষ তারিখ ছিল। ওই দিন থেকে তদন্ত দলের প্রধান পিকেএম এনামুল করিম ফেনীর বাইরে থাকায় প্রতিবেদন জমা দিতে পারেননি।
রাশেদুল হাসান/আরএআর/পিআর