সমুদ্র সম্পদ আহরণে ভূমিকা রাখতে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
Advertisement
তিনি বলেন, আমরা গভীর সমুদ্রে যাওয়া এবং সম্পদ আহরণের লক্ষ্যে উন্নতমানের জাহাজ আনার জন্য বারবার চেষ্টা করলেও যথাযথ সাড়া পাওয়া যাচ্ছে না। তাই তিনি সমুদ্র সম্পদ আহরণে শিল্পপতিদের ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞানী ও গবেষকদেরও গবেষণা অব্যাহত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বুধবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট হলে ডিপার্টমেন্ট অব ওশেনোগ্রাফির উদ্যোগে ‘সাসটেইনেবল ব্লু ইকোনমি ফর দ্য ডেভেলপমেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
ব্লু-ইকোনমি অর্থাৎ সমুদ্র সম্পদ উত্তোলনের ক্ষেত্রে বাস্তবমুখী উদ্যোগ ও পরিকল্পনার অভাব রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে সমুদ্র সম্পদের ওপর প্রাপ্ত মতামত ও সুপারিশগুলো সরকারের যথাযথ ফোরামে পেশ করার মাধ্যমে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
Advertisement
আলোচনায় বক্তারা বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে মূল্যবান জীবিত ও জড় সম্পদের গবেষণা এবং উত্তোলনের পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা সমুদ্রের গ্যাস ও বালু সম্পদের পাশাপাশি মৎস্য-ঝিনুক-শামুক-শৈবালসহ যাবতীয় সম্পদ আহরণে উদ্যোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, মিয়ানমার একই সমুদ্রের সমান্তরাল ও ধারাবাহিক অংশে বিপুল পরিমাণ গ্যাসপ্রাপ্তির পর তা উত্তোলন এবং বিদেশে রফতানি করলেও আমরা নির্লিপ্ত আছি। মিয়ানমার এত বিশাল পরিমাণ গ্যাসের অধিকারী হলেও আমরা গ্যাসসহ অন্যান্য সম্পদ উত্তোলনে উদ্যোগ না দেয়ায় সমুদ্রের যথাযথ ব্যবহার করতে পারছি না।
ঢাবির ডিপার্টমেন্ট অব ওশেনোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের মেরিন বায়োলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. সব্যসাচী মজুমদার, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘ব্লু-ইকোনমি’ সেলের অতিরিক্ত সচিব ড. গোলাম শফি উদ্দীন প্রমুখ বক্তৃতা করেন। সম্মেলনে কি-নোট পেপার উপস্থাপন করেন ডিপার্টমেন্ট অব পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (এমআইএসটি) অধ্যাপক ড. বদরুল ইমাম।
দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী, অধ্যাপকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ সম্মেলনে অংশ নিচ্ছেন।
Advertisement
এমইউ/এমবিআর/জেআইএম