খেলাধুলা

ছুটি শেষেও ফেরেননি কোচ জেমি ডে, দিলেন কঠিন শর্ত

পনের দিনের ছুটি নিয়ে ৩০ মার্চ নিজের দেশ ইংল্যান্ডে গেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। ছুটি কাটিয়ে তার ঢাকায় ফেরার কথা ছিল ১৫ এপ্রিলের মধ্যে। ফেরেননি। কবে ফিরবেন তাও ঠিক নেই। জেমির সঙ্গে বাফুফের এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে মে মাসের প্রথম সপ্তাহে।

Advertisement

গতবছর মে মাসে বাংলাদেশের ফুটবলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেয়া জেমির পারফরম্যান্স আশা জাগানিয়া। বাফুফে-ফুটবলার সবারই ইচ্ছে জেমিকে আরো সময়ের জন্য রেখে দেয়ার; কিন্তু পেশাদার যুগে সব কিছু ইচ্ছের উপর নির্ভর করে না। বাংলাদেশের চেয়ে ভালো প্রস্তাব পেলে জেমি ডে থাকবেন না সেটাই স্বাভাবিক। এটা কেবল জেমি আর বাংলাদেশ বলেই কথা নয়, যে কোনো কোচ ভালো চাকরি পেলে নতুন জায়গাকেই বেছে নেবেন।

দেশে যাওয়ার সময় জেমি ডে বলে গেছেন, তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। চুক্তির মেয়াদ বাড়ানোর ইচ্ছে তার আছে। বাফুফেও ইতিবাচক জেমিকে রাখার ব্যাপারে। কিন্তু ব্যাট-বলে না মিললে ছিড়ে যেতে পারে বাফুফে-জেমির বন্ধনসূত্র। ইতিমধ্যেই বেতন সংক্রান্ত বিষয় নিয়ে মনকষাকষি চলছে দুই পক্ষের। শর্ত পূরণ না হলে জেমিকে আর নাও দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে।

জেমি কবে ফিরছেন? এমন প্রশ্ন করা হয়েছিল তাকে এখানে নিয়ে আসা বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলিকে। ‘চুক্তি নবায়ন হলেই সে আসবে’- প্রথমে এরকম কাটসাট জবাব দিয়েই প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছিলেন পল স্মলি।

Advertisement

পরে আবার কথা প্রসঙ্গে বলেছেন, ‘জেমির মধ্যে হতাশা কাজ করছে। সে বাংলাদেশে থাকে। তার পরিবারের সদস্যরা থাকে ওখানে। এর পাশপাশি কিছু বিষয় আছে যা মিমাংসা না হলে সমস্যা তৈরি হতে পারে। তবে বাফুফে যেমন তাকে রাখতে আগ্রহী, জেমিও এখানে কাজ করতে চান। আশা করি সহসাই নতুন চুক্তি হবে, জেমিও ফিরবে।’

জেমি ডে’র তো আগেই আসার কথা ছিল। আসছে না কেন? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের জবাব, ‘জেমি উয়েফা প্রো-লাইসেন্স কোর্স করবেন সেখানে। ৪ মে তার কোর্স শুরু হবে। এখন যেহেতু আমাদের লিগের খেলাও নেই, জাতীয় দলের কোনো কর্মসূচিও নেই তাই পল বললেন (পল স্মলি) আসুক কোর্সটা শেষ করে। তাই আরো কয়েকদিন পর তিনি আসবেন। ১৫ মে’র মধ্যেই হয়তো চলে আসবেন কোচ।’

কোচ তার স্ত্রী-সন্তান নিয়ে আসতে চান কি না? ‘না। জেমির সঙ্গে আমাদের নিয়মিতই যোগাযোগ আছে। পরিবারের সদস্যদের আনতে চান, এমন কথা কখনো বলেননি কোচ’- বলেছেন আবু নাইম সোহাগ। কোচের আয়কর প্রদান নিয়ে একটা সমস্যা আছে তার কী হলো? বাফুফে সাধারণ সম্পাদকের জবাব, ‘কোচের আয়কর আমরা দিয়ে দেবো।’

চুক্তি নবায়নের কী হলো? জেমি ডে’র সঙ্গে চুক্তি কী বাড়ছে? ‘আমরা তিন-চার দিন পর বিষয়টি নিয়ে কাজ শুরু করবো। তবে জেমির সঙ্গে যে বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি চলছে তা মিটিয়ে ফেলবো। আশা করি জেমির সঙ্গে আমাদের চুক্তির মেয়াদটা বাড়ছে’- বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

Advertisement

আরআই/আইএইচএস/এমকেএইচ