ক্যাম্পাস

উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা

পদত্যাগ নয়, এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হকের অপসারণ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।

Advertisement

এদিকে শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রশাসনিক বিভিন্ন পদ থেকে শিক্ষকদের পদত্যাগের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, উপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি থেকে প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, লাইব্রেরিয়ানসহ প্রশাসনিক বিভিন্ন পদ থেকে শিক্ষকদের পদত্যাগের আহ্বান জানানো হয়। আশা করছি তারা অতিরিক্ত প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম বলেন, আর পদত্যাগ নয়, এবার উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশন শুরু হয়েছে। তাকে অপসারণ না করা পর্যন্ত আমরণ অনশন চলবে।

Advertisement

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের উপাচার্য ‘রাজাকারের বাঁচ্চা’ বলেছেন বলে অভিযোগ তুলে ২৮ মার্চ থেকে ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী।

একই দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস-পরীক্ষা এবং আবাসিক হল বন্ধ ঘোষণা করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করে ওইদিনই উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। উপাচার্য ২৯ মার্চ তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি শিক্ষার্থীরা। তারা তার পদত্যাগের এক দফা দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান, মশাল মিছিল, রক্ত দিয়ে দেয়াল লিখন, প্রতীকী অনশন, কালো কাপড়ে মুখে বেঁধে বিক্ষোভ এমনকি মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক গত বৃহস্পতিবার ১৫ দিনের ছুটির জন্য আবেদন করেছেন।

সাইফ আমীন/আরএআর/জেআইএম

Advertisement