প্রবাস

রোমে উৎসবমুখর পরিবেশে সংকীর্তন

ইতালির রাজধানী রোমে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সন্ধ্যায় দেশটির তরপিনাত্তারাস্থ হিন্দুপূজা মন্দিরে সংকীর্তন পরিবেশন করেন রাম ঠাকুর সম্প্রদায়, কৈল্যনাথ সম্প্রদায় ও রাধারানী সম্প্রদায়।

Advertisement

সন্ধ্যা থেকে শুরু হয়ে কীর্তনে রোমের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশগ্রহণ করেন। সার্বজনীন হিন্দুপূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব দেবনাথ, সাধারণ সম্পাদক নোবেল সাহা ও সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায় ও তাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, উপদেষ্টারা ও ভক্তদের ঐকান্তিক প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়।

কীর্তন শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব দেবনাথ ও সাধারণ সম্পাদক নোবেল সাহা উপস্থিত ভক্তদের ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে আপনাদের সহযোগিতা থাকলে ভগবানের কৃপায় আমরা প্রবাসের মাটিতেও সকল প্রকার পূজা অর্চনা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। এ সময় নাম কীর্তন পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রয়।

এমআরএম/এমকেএইচ

Advertisement