শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার অভিযোগে বহিষ্কার হওয়া এক ছাত্রলীগ কর্মীর পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগ পাওয়া গেছে। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর নাম জাহিদ হোসেন নাঈম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। শিক্ষকদের উপর হামলার অভিযোগে গত মঙ্গলবার তাকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।জানা যায়, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। বুধবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের একটি ফাইনাল পরীক্ষা ছিল (কোর্স নং-এফইএস-২১৮)। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরীক্ষায় অংশগ্রহণ করেন জাহিদ।এ বিষয়ে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহা জাগো নিউজকে বলেন, চিঠিতে তিন কার্য দিবসের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়নি।তবে আন্দোলনকারী শিক্ষক নেতা মো. ফারুক উদ্দিন জাগো নিউজকে বলেন, ভিসি পরিকল্পিতভাবে এটা করছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।উল্লেখ্য, শিক্ষকদের উপর হামালার অভিযোগে জাহিদ ছাড়াও মঙ্গলবার পরিসংখ্যান বিভাগের ধনী রাম রায়, রাজনীতি অধ্যায়ন বিভাগের আবদুল্লাহ আল মাসুম, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের আরিফুল ইসলাম আরিফকেও সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।প্রসঙ্গত, গত রোববার উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্রশাসনিক ভবন-২ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এ ঘটনায় অধ্যাপক ইয়াসমিন হকসহ সাতজন আহত হন।এমজেড/আরআইপি
Advertisement