আন্তর্জাতিক

বোকো হারামের ১০৭ সদস্যকে হত্যা

ক্যামেরুনের সেনাবাহিনী বোকো হারামের ১০৭ সদস্যকে হত্যা করেছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।এ ঘটনার আগে বোকো হারাম কমপক্ষে ৩০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল বলে দেশটির এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নাইজেরিয়া ভিত্তিক ইসলামপন্থী সংগঠন বোকো হারাম সীমান্ত পার হয়ে ক্যামেরুনের অ্যামচিদ ও লিমানি শহরে ঢোকার পর বুধ ও বৃহস্পতিবার এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এই সংঘাতে ক্যামেরুনের আট সেনাও নিহত হয়েছেন। তবে এই তথ্য কিংবা নিহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। নাইজেরিয়ায় ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লড়াইরত বোকো হারাম প্রায়ই সীমান্ত পার হয়ে ক্যামেরুনে এসেও হামলা চালায়।এদিকে, নাইজেরিয়া সরকার ও বোকো হারাম শুক্রবার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। এই অস্ত্রবিরতি কার্যকর হলে আগস্ট মাসে অপহরণ করা দুই শতাধিক ছাত্রীকে ফেরত দেবে সংগঠনটি। সূত্র : এএফপি

Advertisement