দেশজুড়ে

কৃষক হত্যা : ৬ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জে কৃষক হিরণকে (৫০) দিনে দুপুরে পিটিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আড়াইহাজার উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা উত্তরপাড়া এলাকায় হিরণের সঙ্গে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে এ মৃত্যুর ঘটনা ঘটে।বুধবার নিহতের স্ত্রী সমীরুন বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। মামলায় আসামি করা হয়েছে নুরুন্ননবী (৫০), সফিকুল (৩৭), আগরচাঁন (৪২), সফিক (৩৫), শেখ কামাল (৩২) ও মিজান (৩৮)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী।মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির শেখ জাগো নিউজকে জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে চৈতনকান্দা উত্তরপাড়া এলাকায় হিরণ তার বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি সরাতে একটি ড্রেন কাটেন। এসময় প্রতিবেশি নুরুন্নবীর বাড়ির সীমানা ঘেঁষে পানি নামাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পার্শ্ববর্তী চৈতনকান্দা বাজার থেকে হিরণ মিয়া দুধ বিক্রি করে ফেরার পথে পরিকল্পিতভাবে নুরুন্ননবী ও তার লোকজন তার ওপর অতর্কিত হামলা চালান। এসময় তার বুকে শাবল দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার গেলে রাস্তায় তার মৃত্যু ঘটে। ঘটনার পর ঘাতকরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। নিহত কৃষক পাঁচ সন্তানের জনক ছিলেন।তিনি আরো জানান, কৃষক হিরণ মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর

Advertisement