আন্তর্জাতিক

হামলার দুই ঘণ্টা আগে শ্রীলঙ্কা‌কে সতর্ক ক‌রে ভারত

শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিনে ভয়াবহ সিরিজ বোমা হামলার কয়েক ঘণ্টা আগেই শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল ভারতীয় গোয়েন্দা বাহিনী।

Advertisement

এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কার গোয়েন্দা বাহিনীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলার দুই ঘণ্টা আগেই তাদের সতর্ক করে দেয়া হয়েছিল।

ভারত সরকার সূত্র জানায়, ভারতীয় গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে গত ৪ এবং ২০ এপ্রিল একই ধরনের বার্তা শ্রীলঙ্কা সরকাকে দেয়া হয়েছিল। কিন্তু তাতে তারা সাড়া প্রদান করেনি।

Advertisement

উল্লেখ্য, রোববার ইস্টার সানডের দিনে গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৫০০ জনের বেশি।

এ ঘটনার তিন পর হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটস (আইএস)। মঙ্গলবার আইএসের মুখপাত্র আমাক থেকে হামলার দায় স্বীকার করা হয়। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি আইএস।

বিএ

Advertisement