হাইতিতে প্রথমবারের মতো ব্যানএয়ার কন্টিনজেন্ট নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এ কথা জানান। এসময় তিনি হাইতিগামী ব্যানএয়ারের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন।পরে হাইতির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মিশনের সাফল্য কামনায় একটি বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বিমান বাহিনী প্রধান। এ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট একশ ১০ জন বিমান বাহিনীর সদস্য এবং তিনটি এমআই-১৭ হেলিকপ্টার নিয়োগ করা হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এআর/এএইচ/আরআইপি
Advertisement