জাতীয়

২৫ টাকার ইফিডিন ইনজেকশন ৯৫ টাকা!

২৫ টাকার ইফিডিন ইনজেকশন ৯৫ টাকায় বিক্রি করায় ডেল্টা হেল্থ কেয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

মঙ্গলবার রাজধানীর মিরপুর পল্লবীতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

তিনি জাগো নিউজকে বলেন, অপারেশনের রোগীদের দেয়া হয় ইফিডিন নামের ইনজেকশন। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত মূল্য আদায় করছে। আজকে ডেল্টা হেল্থ কেয়ারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ২৫ টাকার ইফিডিন (২৫ মিলি) ইনজেকশন ৯৫ টাকায় বিক্রি করতে দেখা যায়, যা আইন অনুযায়ী দণ্ডনীয় । এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে রাজধানী মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার ও আয়েশা ফার্মেসিকে ২০ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে অধিদফতরের এ কর্মকর্তা জানান।

বাজার তদারকি অভিযানে সার্বিক সহায়তা করে এপিবিএন-১ এর সদস্যরা।

এসআই/জেএইচ/এমএস

Advertisement