জাতীয়

ওজনে কম দেয়ায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এ মামলা করা হয়। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিম মোহাম্মদপুরের আগোরার কেক পণ্য, তৃপ্তি ব্রান্ডের বুটডাল ও বেশনের মোড়কে বাংলা ভাষায় ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ, উৎপাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না করায় মামলা করা হয়েছে। এছাড়া মেসার্স রওজা পিওর ফুডস লিমিটেডের অর্জুন ছাল চুর্ণ ও যষ্টি মধু পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয় ও বিপণন করায় মামলা করেছে বিএসটিআই।

এদিকে একই এলাকার মেসার্স মি. বেকারের কেক পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং বাংলা ভাষায় ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ ইত্যাদি উল্লেখ না থাকায় এবং মেসার্স মদিনা স্টিল কর্পোরেশনের ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় মামলা করা হয়েছে।

বিএসটিআইয়ের এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিম। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, সঞ্জয় কুমার সরকার ও পরিদর্শক মো. লিয়াকত হোসেন।

Advertisement

এমইউএইচ/এমএসএইচ/পিআর