আন্তর্জাতিক

বাগদাদে ১৮ তুর্কী কর্মচারী অপহৃত

ইরাকের রাজধানীর উত্তরাঞ্চলের সদর সিটিতে একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ কাজে নিয়োজিত ১৮কর্মচারীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। বুধবার কালো পোশাক পরা বন্দুকধারীরা এসব কর্মচারীকে অপহরণ করেছে। খবর বিবিসির।স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, কাজ শেষে শ্রমিকরা ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় কালো পোশাক পরিহিত বন্দুকধারীরা তুরস্কের ওই ১৮কর্মচারীকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতদের মধ্যে তিন প্রকৌশলী, প্রশাসনিক বিভাগের কর্মী ও শ্রমিক রয়েছেন। তবে কারা এ অপহরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ৩০ হাজার আসন বিশিষ্ট সদর সিটি স্টেডিয়াম নির্মাণের দায়িত্ব ছিল নুরুল হোল্ডিং নামের একটি কোম্পানির। বুধবার স্টেডিয়াম তৈরির কাজ শেষে শ্রমিকরা ঘুমাচ্ছিলেন। এ সময় সেনাবাহিনীর পোশাক পরিহিত একদল বন্দুকধারী কালো রংয়ের গাড়িতে করে এসে শ্রমিকদের তুলে নিয়ে যায়। তুর্কি শ্রমিকদের সঙ্গে তিন ইরাকি নাগরিককেও অপরহরণ করা হয়েছে।ইরাকের রাজধানী বাগদাদে মুক্তিপণের জন্য প্রায়ই অপহরণের ঘটনা ঘটে। সরকারপন্থী শিয়া মিলিশিয়াদের শক্ত ঘাঁটি সদর সিটি থেকে বুধবার এ অপহরণের ঘটনা ঘটেছে। শিয়া মিলিশিয়ারা সদর সিটিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত ।এসআইএস/পিআর

Advertisement