শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ৫০ বছর আগেও আমাদের শিক্ষকরা বলতো, শতকরা অনেকে পাশ করলেও শিক্ষার মান বাড়েনি। এখনো বলে। তবে আমি বলবো শিক্ষার মান বাড়ছে, আরো বাড়ানো হবে। মান বাড়েনি বলে আমাদের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করবেন না।বুধবার বিকেলে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের নবনির্মিত কলেজ ভবন-৪ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।তিনি বলেন, শিক্ষার মান যতটুকু বাড়ার কথা ততটুকু না বাড়লেও এটা স্বীকার করতে হবে যে শিক্ষার মান বেড়েছে।দেশে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ২০ হাজার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে সরকার মাল্টিমিডিয়া ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করে দিয়েছে। অনেক প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এ ব্যবস্থা চালু করেছে। আমরা জ্ঞান ও প্রতিযুক্তিনির্ভর শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যাবো।এসময় তিনি বলেন, বর্তমানে দেশের ৯৯ শতাংশ লোক নিজের নাম লিখতে পারে। ৯৬-৯৭ শতাংশ শিক্ষার্থী স্কুলে যাচ্ছে। মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও উপবৃত্তি দিয়ে স্কুলে যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে। বছরের প্রথমদিন তাদের হাতে বই তুলে দেয়া হচ্ছে যা পৃথিবীর অনেক ধনী দেশ পারে না। এসব কার্যক্রমের মাধ্যমেই শিক্ষার হার আরো বৃদ্ধি করা হবে।প্রতি বছরের মতো এবারো জানুয়ারির প্রথম দিন বই ছাপিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।কলেজ ভবন উদ্বোধনের পর শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বাস দেয়ার সুপারিশ করবেন বলে আশ্বাস দেন নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও কলেজের একটি পুরনো ভবন ভেঙে সেখানে ৪ তলা একটি নতুন ভবনের নির্মাণ করে দেয়ার কথাও বলেন তিনি।উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রীর সম্মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় কলেজের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও অধ্যক্ষ লে. ক. মো. বশির উদ্দিন উপস্থিত ছিলেন।এআর/এসকেডি
Advertisement