রাজনীতি

প্রধানমন্ত্রী দল থেকে আগাছা পরিষ্কার করবে : প্রত্যাশা বিএনপির

প্রধানমন্ত্রী আওয়ামী লীগ থেকে আগাছা পরিষ্কার করবেন বলে প্রত্যাশা জানিয়েছে বিএনপি। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ প্রত্যাশার কথা জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কারের কথা বলেছেন। পরে পর্যায়ক্রমে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সর্বোপরি আওয়ামী লীগ থেকে আগাছা পরিষ্কার করবেন বলেও প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী যদি এ কাজটি আগে থেকেই শুরু করতেন তাহলে দেশের জন্য মঙ্গল হতো।আসাদুজ্জামান রিপন বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিভিন্ন স্থানে চাঁদাবাজি নিয়ে মারামারি সন্ত্রাসী করে তার দোষ বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে মিথ্যা মামলায় এলাকা ছাড়া করছেন।তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে সরকারের মন্ত্রীপরিষদ থেকেও আগাছা মন্ত্রীদের বাদ দিতে হবে। এসব আগাছা দিয়ে দেশের উন্নতি হয় না। ঢাকার মেয়রদের উদ্দেশ্য করে রিপন বলেন, ভোটের আগে দুই মেয়র ঝাড়ু নিয়ে রাজধানীর রাস্তা পরিষ্কারের জন্য মাঠে নেমেছিলেন। এখন মাঠে নামলে পানিতে ডুবে যেতে পারেন। তাই এবার ডিব্বা দিয়ে ঢাকার পানি সেচতে পারেন। সত্যি কথা বলতে এসব ঝাড়ুদারি কাজকর্ম দিয়ে ঢাকার মেয়র চলে না।   সংবাদ সম্মেলনে আরো অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী শাহআলম প্রমুখ।এমএম/এএইচ

Advertisement