চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১লা নভেম্বর বিজ্ঞান অনুষদ (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। আর ৯ নভেম্বর নতুন শিক্ষা অনুষদের (এইচ ইউনিট)পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে চবির ১০ ইউনিটের পরীক্ষা। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সূত্র জানায়, এবারের অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদন আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।এ সময়ের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন।তবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিপর্যয় হওয়ায় সকল ইউনিটে পূর্বের নির্ধারিত আবেদনের যোগ্যতার চেয়ে দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে।প্রতি ইউনিটের ফরমের মূল্য গত বছরের মতো ৪৭৫ টাকা রাখা হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।কলা অনুষদের অধীনে সঙ্গীত বিভাগে ২০ জন এবং শিক্ষা অনুষদের (নতুন অনুষদ) অধীনে ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্সেস বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।এছাড়া চারুকলা, নাট্যকলা, সঙ্গীত এবং ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্সেস এই চারটি বিভাগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পুনরায় লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।সঙ্গীত ও ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্সেস বিভাগ চালু হওয়ায় এবার শিল্পী ও খেলোয়াড় কোটা বাতিল করা হয়েছে।তবে বিকেএসপি কোটা রাখা হয়েছে।ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও সদস্য সচিব এস ম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচি ঘোষণা করা হয়।পরীক্ষাসূচি অনুযায়ী ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদ (এ ইউনিট) ও দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স(জে ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং অনুষদ (জি ইউনিট) ও দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ (আই ইউনিট), ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জীব বিজ্ঞান অনুষদ (এফ ১-৩ ইউনিট), ৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সমাজ বিজ্ঞান অনুষদ (ডি ১-২ ইউনিট) ও দুপুর আড়াইটায় সমাজ বিজ্ঞান অনুষদ (ডি ২-ইউনিট), ৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় আইন অনুষদ (ই-ইউনিট), ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ (সি১-ইউনিট) ও দুপুর আড়াইটায় ব্যবসায় প্রশাসন অনুষদ (সি ২-৩ ইউনিট), ৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কলা ও মানববিদ্যা অনুষদ (বি-১ ইউনিট) এবং শেষদিন ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় আরবি, ইসলামিক স্টাডিজ, চারুকলা ইন্স্টিটিউট, পালি, নাট্যকলা, সংস্কৃত, আইইআরটি, সংগীত (কলা অনুষদ বি ২-বি-৮ ইউনিট) ও দুপুর আড়াইটায় ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স (এইচ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।এমএএস
Advertisement