ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শেষদিন আজ। মিরপুর, সাভার এবং ফতুল্লায় চলমান তিনটি ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠবে এবারের প্রিমিয়ার ক্রিকেটের। একইসঙ্গে জানা যাবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন দলের নামটিও।
Advertisement
শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে আবাহনী। বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে যেকোনো ব্যবধানের জয়েই শিরোপা জিতবে ধানমন্ডির ক্লাবটি। হেরে গেলে দুয়ার খুলবে লিজেন্ডস অব রূপগঞ্জের জন্য। যারা মিরপুরে লড়ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
এমন সমীকরণকে সামনে রেখে শেখ জামালের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করছে জাতীয় দলের একঝাঁক তারকাসমৃদ্ধ আবাহনী লিমিটেড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে শেখ জামালের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে আরেক শিরোপাপ্রত্যাশী দল লিজেন্ডস অব রূপগঞ্জ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান।
Advertisement
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বিনা উইকেটে ২৬ রান।
এসএএস/এমকেএইচ