দেশের প্রবৃদ্ধি স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি আরো বন্দর প্রয়োজন বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।বুধবার চট্টগ্রাম বন্দরের কেনা ৩টি জাহাজ বেসরকারি প্রতিষ্ঠান সামিট গ্রুপের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।নৌমন্ত্রী বলেন, দেশে আমদানি রফতানির সঙ্গে বাড়ছে প্রবৃদ্ধি । বাড়তি প্রবৃদ্ধি সামাল দিতে হলে চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল হলে চলবে না। মংলা, পায়রায়ও গভীর সমুদ্রবন্দর নিমার্ণ করা দরকার।তিনি বলেন, জাহাজ পরিচালনা বন্দরের কাজ নয়। এছাড়া বন্দরের সে পরিমাণ লোকবলও নেই। তাই জাহাজগুলো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া হয়েছে। এতে মাসে ৪২ লাখ টাকা আয় হবে বন্দরের।জাহাজ কেনাকে টাকার অপচয় বলে যারা সমালোচনা করেছেন তাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নৌমন্ত্রী বলেন, এটা কোনভাবেই টাকার অপচয় নয়। যে কোনো কাজই শুরুর দিকে কিছুটা লোকসান গুণতে হয়। এখানেও শুরুর দিকে কিছুটা লোকসান গুণতে হবে।অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ জাহাজ ৩টি সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খাঁনের কাছে হস্তান্তর করেন। এসময় নৌ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ও চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমেদ উপস্থিত ছিলেন।এসকেডি/আরআইপি
Advertisement