রাজনীতি

‘গোকুলে বাড়ছে’ উগ্র সাম্প্রদায়িক শক্তি : মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শুধু বিএনপি-জামায়াত নয়, দেশের জন্য শত্রু হয়ে উঠছে উগ্র সাম্প্রদায়িক শক্তি। তারা ধীরে ধীরে মিডিয়ার দখল নিয়ে নিচ্ছে।

Advertisement

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৪ দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আজ বিএনপি-জামায়াতকে কোণঠাসা করতে পেরেছি, কিন্তু রাজনৈতিকভাবে পুরোপুরি পরাজিত করতে পারিনি। আজ উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। একটা কথা আছে- তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। এরা গোকুলে বাড়ছে। উগ্র সাম্প্রদায়িক শক্তি ধীরে ধীরে বাড়ছে। দেশকে আমরা এই ধ্বংসের কিনারায় ঠেলে দেব কিনা, তা নিয়ে আজ আমাদের ভাবতে হবে।

মেনন বলেন, সংসদে যোগ না দিলে বিএনপি আরও রাজনৈতিক দেউলিয়াত্বের দিকে চলে যাবে। বিএনপি মুজিবনগর সরকারকে স্বীকার করে না উল্লেখ করে তিনি বলেন, যারা মুজিবনগর সরকারকে স্বীকার করে না, তারা দেশের মুক্তিযুদ্ধকেও স্বীকার করে না। কারণ মুজিবনগর সরকারকে স্বীকার করলে বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে। তারা (বিএনপি) সেটা করতে চান না।

Advertisement

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক শিরীন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।

এইউএ/এমএসএইচ/পিআর