শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছাবে।
Advertisement
ওইদিন বাদ আসর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে শায়িত করা হবে জায়ানকে।
শেখ সেলিমের ব্যক্তিগত সহকারী ইমরুল হক জাগো নিউজকে এ তথ্য জানান। তবে ফ্লাইট কয়টায় আসবে তা নির্ভর করছে এয়ারলাইন্সের টিকিট প্রাপ্তির ওপর। এদিকে একটি বেসরকারি চ্যানেলকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সকাল ৭টা ৪৫ মিনিটে জায়ানের মরদেহ বহনকারী একটি ফ্লাইট শ্রীলঙ্কা থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ের জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
Advertisement
এফএইচএস/জেএইচ/এমএস