রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে তিনদিনের সফরে বুধবার ঢাকা আসছেন জাতিসংঘের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা।
Advertisement
সোমবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-র এক মিডিয়া অ্যাডভাইজরিতে এসব তথ্য জানানো হয়।
তিন কর্মকর্তা হলেন- জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিভাসন সংস্থার মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো এবং জাতিসংঘ মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্ক লোকক।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকায় বৈঠক শেষে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন।
Advertisement
শুক্রবার কক্সবাজারে সংবাদ সম্মেলন শেষে জাতিসংঘের কর্মকর্তারা ঢাকা ছাড়বেন।
জেপি/জেএইচ/পিআর