র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ১৯৭১ সালে লাখ লাখ প্রাণের বিনিময়ে আমরা দেশকে অর্জন করেছি। মাত্র চার দশকের মধ্যে এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে ৩৬তম অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। যেটি চিন্তাই করা যায় না। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। র্যাব-১১ এর অধিনাক লে. কর্নেল আনোয়ার লতিফ খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বলেন, ১৯৭২ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশের রফতানি আয় ছিল ৪০ মিলিয়ন ডলার। এখন আমাদের রফতানি আয় ৪৫ বিলিয়ন ডলার। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হাসান সৌরভের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক আরো বলেন, বঙ্গবন্ধু যখন প্রথম বাজেট দেন, তখন বাজেটের আকার ছিল মাত্র ৭৩৫ কোটি টাকা। এ মুহূর্তে বাংলাদশের বাজেট ৩ লাখ কোটি টাকা। র্যাব-১১ এর প্রশংসা করে তিনি বলেন, র্যাব তার সৃষ্টিকাল থেকে এবং সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে অবদান রেখেছে। আমরা সামনে এগিয়েছি বহুদূর। সাংস্কৃতিক অনুষ্ঠানে র্যাব সদস্যদের পরিবেশনা ছাড়াও ক্লোজ আপ ওয়ান তারকা এবং দেশ সেরা শিল্পীদের পরিবেশনা ছিলো।হোসেন চিশতী সিপলু/এসএস
Advertisement