খেলাধুলা

২০২২ কমনওয়েলথ গেমস ডারবানে

প্রথমবারের মত আফ্রিকার কোনো শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার ডারবানেই অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ কমনওয়েলথ গেমস। বুধবার কমনওয়েলথ ফেডারেশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।কানাডার এডমনটোন ছিল ২০২২য়ের কমনওয়েলথ গেমস আয়োজনের মূল প্রতিদ্বন্দ্বী। কিন্তু ফেব্রুয়ারিতে বিড থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় দেশটি। ফলে সহজেই এ ইভেন্ট আয়োজনের সুযোগ পায় ডারবান। আফ্রিকার মাটিতে প্রথম কমনওয়েলথ করার নজির গড়লো ম্যান্ডেলার দেশ।২০২২-এর ১৮ জুলাই থেকে ২২তম কমনওয়েলথ চলবে ডারবানে। সেদিন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার ১০৪তম জন্মদিন। এই টুর্নামেন্ট চলবে ৩০ জুলাই পর্যন্ত।প্রতি চার বছর পর পর কোনো প্রাক্তন ব্রিটিশ কলোনিতেই কমনওয়েলথ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এই প্রথম ব্যতিক্রম হতে চলেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট, ফুটবল এবং রাগবি বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেয়েছিল। সেই ধারায় এবার কমনওয়েলথের দায়িত্ব পেল তারা।উল্লেখ্য, ২০১৮ কমনওয়েলথ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে।আরটি/এএইচ/আরআইপি

Advertisement