একদিকে রীতিমতো উড়ছে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে নিজেদের হারিয়ে খুঁজছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। স্বভাবতই পয়েন্ট টেবিলের সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই আর সবার নিচে একবারও চ্যাম্পিয়ন হতে না পারা ব্যাঙ্গালুরু।
Advertisement
আজ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এ দুই দল। ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছে ব্যাঙ্গালুরু। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ১১ রান।
এখনো পর্যন্ত ৯ ম্যাচে ৭টিতে জিতেছে চেন্নাই, হেরেছে ২টিতে। অন্যদিকে সমান ম্যাচ খেলে ২টিতে জিততে পেরেছে ব্যাঙ্গালুরু, হেরেছে বাকি ৭ ম্যাচে।
Advertisement
চেন্নাই একাদশ: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদার যাদভ, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, দ্বীপক চাহার, শার্দুল ঠাকুর এবং ইমরান তাহির।
ব্যাঙ্গালুরু একাদশ: পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মইন আলি, মার্কস স্টয়নিস, আকশদ্বীপ নাথ, পবন নেগি, ডেল স্টেইন, উমেশ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল এবং নভদ্বীপ সাইনি।
এসএএস/এমএস
Advertisement