বিনোদন

এসিডে পোড়া মুখ নিয়ে স্কুলে যাচ্ছেন দীপিকা

এসিডে ঝলসে গেছে মুখ। পুড়ে যাওয়া চামড়ায় মিশে আছে চাপা কষ্ট। কিন্তু তবুও হাসিমুখে দেখা দিলেন দীপিকা পাড়ুকোন। বলিউড সুন্দরীর এমন মলিন হাসির ছবিটিই সম্প্রতি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Advertisement

এসিডে ঝলসানো মুখ নিয়েই তিনি হাজির হবেন নতুন এক চলচ্চিত্রে। মেঘনা গুলজারের নির্মাণে এই সিনেমার নাম ‘ছাপাক’। সেখানে ভারতে এসিড হামলার শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবনের গল্প উঠে আসবে।

ছবিতে লক্ষী চরিত্রে অভিনয় করবেন দীপিকা। পাশাপাশি সিনেমাটি প্রযোজনায়ও করছেন এই তারকা। নিজের ব্যানারে দীপিকার এটিই প্রথম প্রযোজনা।

বর্তমানে মুম্বাই এবং দিল্লি জুড়ে চলছে ‘ছাপাক’র শুটিং। প্রথম পর্যায়ের শুটিং প্রায় শেষের দিকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিংয়ের একটি ভিডিও শেয়ার করেছে টিম ‘ছাপাক’।

Advertisement

সেখানে দেখা যাচ্ছে নীল সালোয়ার কামিজে একটি স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। তার পড়নেও স্কুলের পোশাক। প্রথম দেখায় কিছুতেই চেনা যায় না তাকে। একটি সাদা ব্যাগ আঁকড়ে দাঁড়িয়ে আছেন তিনি।

দীপিকা জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি।

      View this post on Instagram

#DeepikaPadukone #Chhapaak #MeghnaGulzar #VikrantMassey

A post shared by Entertainment Fan Page (@facc2911) on Apr 19, 2019 at 7:56am PDT

Advertisement

এলএ/এমএস