খেলাধুলা

টিনএজ ফোডেনের গোলে জয় ম্যানসিটির

বয়স মাত্র ১৮। এক বছর আগেই ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে এসে বল পায়ে যাদু দেখিয়েছিলেন ইংল্যান্ড যুব দলের তারকা ফিল ফোডেন। ফাইনালে স্পেনের বিরুদ্ধে জোড়া গোল করে ইংল্যান্ডকে যুব বিশ্বকাপ উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, জিতেছিলেন গোল্ডেন বলের সম্মানও। সেই ফিল ফোডেন এবার পেশাদার লিগেও নিজ পায়ের ভেল্কি দেখালেন।

Advertisement

প্রিমিয়র লিগে ম্যানচেস্টার সিটির জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোলটি করে ফেললেন ফিল ফোডেন। ইংলিশ লিগে এটাই ফোডেনের প্রথম গোল। তার একমাত্র গোলেই টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারাল ম্যানসিটি। শুধু তাই নয়, এই জয়ে লিগের শীর্ষস্থানও ধরে রাখলো তারা।

ক্লাবের জার্সিতে ১৭তম ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ফোডেন। ম্যাচের ৫ মিনিটে ডেভিড সিলভার বাঁকানো ক্রসে মাথা ঠেকিয়ে গোলপোস্টের সামনে বল এগিয়ে দেন আগুয়েরো। আনমার্ক অবস্থায় আগুয়েরোর বাড়ানো সেই হেডে মাথা ঠেকিয়েই টটেনহ্যামের জাল কাঁপান ফোডেন। এরপর আর কেউই গোল করতে পারেনি।

উল্লেখ্য, চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে ৪-৩ গোলে ম্যাচ জেতে ম্যানসিটি। যদিও দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলের পার্থক্যে সেমিফাইনালে পৌঁছে যায় টটেনহ্যামই।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও প্রিমিয়র লিগ জয়ের আশা দেখাচ্ছে সিটি। টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচ জয়ে ফের প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ফিরে পেল পেপ গার্দিওলার দল। ৩৪ ম্যাচ শেষে ম্যানসিটির ঝুলিতে এখন ৮৬ পয়েন্ট, সমান সংখ্যাক ম্যাচ খেলে এক পয়েন্টে পিছিয়ে লিভারপুল। ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগের তিন নম্বর অবস্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার।

আইএইচএস/এমএস