শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন।
Advertisement
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দলের মহাসচিবের এই শোক বার্তার কথা জানিয়েছেন।
শোক বার্তায়, এই হামলাকে অত্যন্ত কাপুরুষোচিত এবং বর্বর বলে বর্ণনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি শ্রীলঙ্কার জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানানের পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও দেশটিতে অবস্থারত বাংলাদেশিদের চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিএনপির মাহাসচিব।
Advertisement
উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮৫ জন নিহত ও পাঁচশ’র অধিক মানুষ আহত হয়েছেন। খ্রিস্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কেএইচ/এমবিআর/এমএস