দেশজুড়ে

এক সময় সংসদে কথা বলার মতো বিএনপির কেউ থাকবে না

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির সংসদে আসা উচিত। সংসদে না আসলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। তখন সংসদে কথা বলার মতো তাদের কেউ থাকবে না। এতে তারা আরও অস্তিত্ব সংকটে পরবে।

Advertisement

রোববার সকালে ভোলা সদর উপজেলা ও পৌর শাখা শ্রমিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া তার পরিবারের সদস্য ছাড়া কাউকে বিশ্বাস করেন না । তাই খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছেলেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন। সেই ছেলে বিদেশে বসে ভিডিও কলের মাধ্যমে টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি করেছে। এ কারণে বিএনপি এবার নির্বাচনে ছয়টি আসন পেয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার প্যারোল নিয়ে প্রশ্ন উঠেছে। বন্দি বা বন্দির পরিবার প্যারোল চাইতে পারে, কিন্তু তাদের দল বলছে তারা প্যারোল চায়নি।

Advertisement

জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/জেআইএম