প্রবাস

ইতালিতে চ্যানেল এস চেয়ারম্যানকে সংবর্ধনা

ইতালির রোমে চ্যানেল এস ইউকের চেয়ারম্যান গ্রেট ব্রিটেনের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জাস্টিস অব পিস (জেপিকে) সংবর্ধনা দিয়েছে ইতালি বাংলা প্রেস ক্লাব। রোমের পিয়েচ্ছা ভিত্তোরিও ফুড অব রোমা রেস্তোরাঁয় সম্প্রতি এ সংবর্ধনা দেওয়া হয়।

Advertisement

ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপনের সভাপতিত্বে ও চ্যানেল এস প্রতিনিধি ও ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, বাংলা সমিতির সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন, চ্যানেল এস দর্শক ফোরামের রোমের সভাপতি অলি উদ্দিন শামীম, বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি আশরাফুল হক, বিএনপি নেতা মিলন হোসেন, যুবলীগ সম্পাদক মণ্ডলীর সদস্য মহি উদ্দিন মহী, সাংবাদিক আখী সীমা কাওসার, আমির হোসেন লিটন, শিমুল রহমান, মনিকা ইসলাম, শাহীন খলিল কাওসার, ইউসুব আলী, সৈয়দ সুমন, কণ্ঠশিল্পী মুরাদ খান প্রমুখ।

সংবর্ধনায় প্রবাসী নেতারা বলেন, রোমে চ্যানেল এসের গত দুই বছর যাবৎ ভিউয়ার (দর্শক) বেড়েছে। বিভিন্ন অনুষ্ঠানে চ্যানেল এসকে আমন্ত্রণে জানানো হয়। এটা সম্ভব হয়েছে রোম প্রতিনিধি রিয়াজ হোসন এর কারণে। চ্যানেল এস আগামী দিনে বেশি বেশি ইতালির সংবাদ প্রচার করলে চ্যানেলটির জনপ্রিয়তা আরো বাড়বে বলে বক্তারা মনে করেন।

প্রধান অতিথি আহমেদ উস সামাদ চৌধুরী তার বক্তব্য বলেন, লন্ডনে গিয়ে আমরা আলোচনা করব সাপ্তাহিকভাবে ইতালির নিউজ দেওয়ার জন্য। এসময় তিনি বলেন, চ্যানেল এস কমিউনিটি উন্নয়নে আপনাদের পাশে থাকবে আমাদের প্রতিনিধি রিয়াজকে তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন। লন্ডনে চ্যানেল এস এর দর্শক ৫৭ ভাগ বাকি সব চ্যানেলের ৪৩ ভাগ সুতরং আপনাদের সংবাদ আমরা অনেক কেটে ছোট করতে হয়, এটা অনেকটা নির্ভর করে রিপোর্টের গুরুত্বের উপর। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী সাংবাদিকরা।

Advertisement

এসএইচএস/জেআইএম