আন্তর্জাতিক

কাবুলে তথ্য মন্ত্রণালয়ে হামলা, নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে তথ্য মন্ত্রণালয়ে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয়েছেন। শনিবার স্থায়ী সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কাবুলের কেন্দ্রস্থল ও সুরক্ষিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

Advertisement

বিবিসির এক সংবাদে জানানো হয়, সন্ত্রাসী হামলায় বন্দুকধারী ও পুলিশ সদস্যসহ ৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রায় ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধের পর দেশটির নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার বেলা ১২টার দিকে তথ্য মন্ত্রণালয় ভবনের বাইরে হঠাৎ বিস্ফোরণ হয়। এর পরেই সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। বন্দুকধারীদের একজন মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী মারা গেছেন।

সন্ত্রাসীদের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ৮ জন নিহতসহ আরও ৮ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

Advertisement

এদিকে আফগান সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা স্থগিত হওয়ার এক দিন পর এ হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আরএস