তিন ঘণ্টার ব্যবধানে দুই ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।
Advertisement
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ডাস্টবিনে চোরাচালানের উদ্দেশ্যে রাখা পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার (১৪ কেজি) উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের একটি ডাস্টবিন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। যার মোট ওজন ১৪ কেজি।
এর আগে বিকাল সাড়ে ৪টায় ব্যাংকক থেকে আগত ইউএস বাংলার বিএস-২১৪ ফ্লাইটের পেছনের ডানদিকের টয়লেটের সিলিংয়ে লুকানো অবস্থায় স্বর্ণের ১২০টি বার (১৪ কেজি) উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা ইউএস বাংলার ফ্লাইটটিতে তল্লাশী করে স্বর্ণগুলো উদ্ধার করে।
উভয় ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। চোরাচালানে জড়িতদের ধরতে কাস্টমস গোয়েন্দারা অধিকতর তদন্ত শুরু করেছে।
Advertisement
এআর/এএইচ/এমকেএইচ