জাতীয়

বেসরকারি হজ নিবন্ধন সমাপ্ত : অপূর্ণ কোটা ১৩৬০

চলতি বছরের হজের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন গত বৃহস্পতিবার শেষ হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রী ১ লাখ ২০ হাজার। প্রাক-নিবন্ধিতদের মধ্যে এখনও বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৩৬০টি কোটা পূরণ হয়নি।

Advertisement

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি সরকারের চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীর সংখ্যাসহ এজেন্সির তালিকা প্রেরণের বাধ্যবাধকতা থাকায়, নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না। তবে ১ হাজার ৩৬০ জনের অপূর্ণ কোটা পূরণের শর্তে নিবন্ধনকারী এজেন্সিসমূহের মধ্যে হজযাত্রী সংখ্যার ভিত্তিতে আনুপাতিক হারে গাইড হিসেবে বণ্টন করা হবে।

হজ প্যাকেজ অনুযায়ী কোনো ভাবেই এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বোচ্চ কোটা তিনশর বেশি হবে না। এ তথ্য অনতিবিলম্বে সৌদি আরবে পাঠানো হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শিব্বির আহমদ উসমানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধিত হজযাত্রী বিমান টিকিট ক্রয় করার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

এদিকে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮টি কোটার মধ্যে ৬ হাজার ৮১৬টি কোটা পূর্ণ হয়। এখন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধনের সুযোগ দেয়া হচ্ছে।

এমইউ/এমএসএইচ/এমএস