ছেলেরা পাঞ্জাবি আর ললনারা খোঁপায় ফুল দিয়ে বাঙালিয়ানা সেজে কুয়েত প্রবাসীরা উদযাপন করেছে পহেলা বৈশাখ। শুক্রবার দেশটির পান্তাইস পার্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা, নাচ-গান, গল্প, আড্ডা, হাসিতে মেতে ওঠেন সবাই। কুয়েতের বুকে এ যেন একখণ্ড বাংলাদেশ।
Advertisement
একই সঙ্গে আয়োজিত বৈশাখী মেলা উদযাপনে পান্তা, ইলিশ, শুঁটকি, ঝাল-মুড়ি, হরেক রকমের দেশীয় পিঠা তৈরি করে নিয়ে আসে পরিবারগুলো। বাচ্চাদের খেলাধুলাসহ, নারী-পুরুষের আলাদা আলাদা খেলাধুলার আয়োজন করা হয়।
কাদের-মুক্তি, শওকত-সাথী, আরিফ-আমেনা, ফহিম-রুবিনা, লতিফ-সোনিয়া, আতিক-মিরা, আফজাল-সরনি, হিসমত- আছমা, কামাল-আবিদা, ইলিয়াস-রওশন আরাসহ অনেক দম্পতিই উপস্থিত ছিলেন।
এ সময় কাদের-মুক্তি দম্পতি বলেন, ‘আমরা আত্মীয়-স্বজন ছেড়ে হাজার হাজার মাইল দূরে কর্ম ব্যস্তার কারণে একে অন্যের সঙ্গে কথা হলেও দেখা করার সুযোগ হয়ে ওঠে না। তাই আমরা প্রবাসী পরিবারগুলো মিলে বিভিন্ন দিবস ও প্রোগামগুলোতে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করি। আনন্দ-মজা করি একে অন্যের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করি।
Advertisement
এমআরএম/এমএস