বান্দরবানে হয়ে গেল বর্ষবরণ উৎসব সাংগ্রাই উপলক্ষে সাঙ্গু নদীর তীরে শান্তি কামনায় পূজা।
Advertisement
শনিবার সকালে বান্দরবান সাঙ্গু নদীর তীরে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী পুরুষ সমবেত হয়ে এই প্রার্থনায় অংশগ্রহণ করেন। এ সময় সমবেত প্রার্থনায় অংশ নেন বোমাং সার্কেল চিফ রাজা উ চ প্রু চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরৗ, বোমাং হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টি মং প্রু বোমাং রাজার প্রধান সহকারী অং জাই খেয়াংসহ বৌদ্ধ ধর্মালম্বী নারী ও পুরুষ, রাজপরিবারের সদস্য ও বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীরা।
এ সময় ভক্তরা অগ্নি, রোগব্যাধী থেকে মুক্তি লাভ এবং দেশের সকলে যেন সুখে শান্তিতে থাকে সে উদ্দেশ্যে প্রার্থনা করেন। পরে নদীর তীরে মোমবাতি প্রজ্জ্বলন করেন সবাই। এরপর করা হয় বৃক্ষ পূজা।
Advertisement
এ সময় ভক্তরা বটবৃক্ষের সামনে দেবতাদের উদ্দেশ্যে বিস্কিট, মিষ্টি, ভাত, কলাসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন একে একে উৎসর্গ করেন।
সৈকত দাশ/এফএ/জেআইএম