ভারতের কট্টর হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বলেছেন, মুসলিমদের ধ্বংস করতে হলে দেশের জনগণকে বিজেপিকে ভোট দিতে হবে। লোকসভা নির্বাচন চলার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি।
Advertisement
সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে গত ১২ এপ্রিল। দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ভোট হয়েছে। এখন বাকি আর পাঁচ দফার ভোট। তার মধ্যেই হিন্দু জাতীয়তাবাদী ক্ষমতাসীন দলের সভাপতি অমিত শাহ ও দলটির বেশ কিছু নেতা মুসলিমদের আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে একটি জনসভায় মুসলিমদের ধ্বংসের জন্য বিজেপিকে ভোট দেয়ার আহ্বান জানান দলটির নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। অবশ্য অনেকেই তার এমন বক্তব্যের সমালোচনা করছেন।
আরও পড়ুন > ভুলে বিজেপিকে ভোট, অনুতাপে নিজের আঙুল কাটলেন ভোটার
Advertisement
বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বলেন, ‘গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিমদের মানসিকভাবে ভেঙে দেয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। আপনি যদি মুসলিম জাতিকে পুরোপুরি ধ্বংস করতে চান, তাহলে অবশ্যই মোদিকে ভোট দিন।’
তিনি আরও বলেন, ‘দেশভাগ সত্ত্বেও এদেশে মুসলিমদের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যার ফলে খুব শিগগিরই সংখ্যায় তারা হিন্দুদের চেয়ে বেশি হবে। দেশে কে সরকার গঠন করবে এটা ঠিক করার ক্ষমতা তাদের হাতে চলে আসবে।’
আরও পড়ুন > ‘প্রথম দফার নির্বাচনে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত পেয়েছে বিজেপি’
রঞ্জিত বাহাদুর ভারতে বসবাসরত মুসলিমদের ধর্মান্তকরণের হুমকি দিয়ে বলেন, ‘লোকসভা নির্বাচনের পর চীন থেকে দাঁড়ি কামানোর মেশিন আনা হবে। সেই মেশিন দিয়ে মুসলিমদের দাঁড়ি কেটে ফেলা হবে। পরে তাদের হিন্দু ধর্মে দীক্ষিত করা হবে।’
Advertisement
শুধু রঞ্জিত নন বেফাঁস মন্তব্য করা বিজেপি নেতাদের তালিকায় আছেন সবচেয়ে বেশি লোকসভা আসন থাকা উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাছাড়া বিজেপি সভাপতি সম্প্রতি এক নির্বাচনী সভায় বলেছেন, ‘ফের ক্ষমতায় আসলে মুসলিম অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে মারা হবে।’
এসএ/জেআইএম