জাতীয়

ইটভাটা শ্রমিককে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ জেলা সদরের ঘোড়াদাইড় গ্রামের ইমদাদুল হক নামের এক ইটভাটা শ্রমিককে পুড়িয়ে হত্যার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

Advertisement

দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা গোপালগঞ্জের সন্তান’ ব্যানারে এই মানববন্ধন করা হয়।

নিহত ইমদাদুল হক ঘোড়াদাইড় গ্রামের অলিয়ার রহমানের ছেলে। দু’দিন নিখোঁজ থাকার পর গত ১২ এপ্রিল পাইক্কান্দি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। তিনি এম এস বি আই নামের একটি ইটভাটার শ্রমিক ছিলেন।

এ ঘটনায় হাফিজুর রহমান শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেফতর করেছে পুলিশ। তিনিও ঘোড়াইদাইড় গ্রামেরই বাসিন্দা।

Advertisement

এলাকাবাসীর অভিযোগ, গোপালগঞ্জ সদরের ঘোড়াদাইড়, পুকুরিয়া, কেকানিয়া, জয়নগর, সুলতানশাহী গ্রামে অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র তিনটি ইটভাটার পরিবেশ ছাড়পত্র রয়েছে। এসব ইটভাটা পরিবেশ দূষণের পাশাপাশি অত্র এলাকার মাদকসেবীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সেখানে মাদক বিক্রি, সেবনসহ চলে নানা অবৈধ কাজ। মাদকসেবীদের আশ্রয়স্থল পরিণত হওয়ার জেরেই ইমদাদুলকে হত্যা করা হতে পারে।

পিডি/এমবিআর/পিআর