আন্তর্জাতিক

‘মোদি চা-ওয়ালা হলে আমরাও দুধ-ওয়ালা’

লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে নতুন স্লোগান দিলেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সভাপতি ও মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। নমোর (নরেন্দ্র মোদি) ‘চা-ওয়ালা’ তকমার বিপরীতে নিজেদের ‘দুধ-ওয়ালা’ বলে চিহ্নিত করেছেন তিনি।

Advertisement

গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার পরে বাইতোলি বাইপাসে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে অখিলেশ বলেন, ‘যদি প্রধানমন্ত্রী চা-ওয়ালা হন, তাহলে আমরা হচ্ছি দুধ-ওয়ালা। ভালো দুধ না হলে সেরা মানের চা তৈরি করা যায় না।’

বিজেপিকে আক্রমণ করে এদিন ওই নেতা প্রশ্ন রেখে বলেন, ‘সপা (সমাজবাদী পার্টি), বসপা (বহুজন সমাজ পার্টি) ও রাষ্ট্রীয় লোকদলের জোট সম্পর্কে বিজেপি বলছে মহাভেজাল। তাহলে ৩৮ দলের জোটকে কী নামে ডাকা হবে?’

উল্লেখ্য, নির্বাচনের আগে গত ৬ মার্চ জোট ঘোষণা করে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোকদল। উত্তর প্রদেশের ৩৮টি আসনে প্রার্থী দিয়েছে বসপা, ৩৭টি আসনে সপা এবং ৩টি আসনে আরএলডি।

Advertisement

এসআর/পিআর