দল ছাড়লেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। দলীয় নেতাদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনার পরের দিনই দলের সদস্যপদ থেকে সরে গেলেন তিনি।
Advertisement
নিজের টুইটার প্রোফাইল থেকেও জাতীয় মুখপাত্র কথাটি সরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস ছেড়ে তিনি শিবসেনায় যোগ দেবেন বলে জানিয়েছেন দলীয় নেতা সঞ্জয় রাউত।
মাসখানেক আগে মথুরা সফরের সময় কয়েকজন দলীয় সদস্য তাকে হেনস্থা করেছিল বলে অভিযোগ ছিল। তাদেরকে ফের দলে জায়গা দেওয়ায় প্রকাশ্যে মুখে খুলেছিলেন কংগ্রেসের বিদায়ী এই মুখপাত্র।
এক টুইট বার্তায় তিনি লিখেছেন, যারা দলের জন্য ঘাম, রক্ত দিচ্ছেন তাদের থেকেও কয়েকজন গুণ্ডাকে বেশি গুরুত্ব দিচ্ছে দল। এটা খুবই দুঃখজনক।
Advertisement
রাফায়েল চুক্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করতে মথুরা সফরে গিয়ে দলীয় নেতাদের হাতে প্রিয়াঙ্কা হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তিনি এলাকার টিকেট চাইতে গিয়েছেন বলে ভুল করেছিলেন স্থানীয় নেতারা। সূত্রের দাবি, প্রাথমিকভাবে অভিযুক্ত নেতাদের সরিয়ে দেওয়া হলেও, ভোটে শক্তি বাড়াতে ফের তাদের স্বস্থানে ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে দুঃখপ্রকাশ করে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা।
টিটিএন/এমএস