গত ডিসেম্বর থেকেই ইংলিশ ফুটবলে মহামারী হয়ে দেখা দিয়েছে বর্ণবাদী বৈষম্য ও মন্তব্য। কখনো খেলার মাঠে, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একের পর এক বর্ণবাদের শিকার হয়েই যাচ্ছেন ইংল্যান্ডের পেশাদার ফুটবলাররা।
Advertisement
তাই এর প্রতিবাদ স্বরূপ ইংল্যান্ড ও ওয়েলসের পেশাদার ফুটবলাররা সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার পুরো ২৪ ঘণ্টা তারা ফেসবুক-টুইটারসহ কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না। এমনকি এরই মধ্যে বেশ কয়েকজন ফুটবলার নিজেদের ইন্সটাগ্রাম ও টুইটার আইডি বন্ধ করে দিয়েছেন।
গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত অন্তত ৮টি বর্ণবাদের ঘটনা ঘটেছে। যার মধ্যে চলতি মাসের ১৮ দিনেই ঘটেছে ৪টি ঘটনা। এর ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওয়াটফোর্ড ইউনাইটেডে খেলা ইংলিশ ফুটবলার ট্রয় ডিন। তিনি সাফ কণ্ঠে বলে দিয়েছেন, ‘অনেক হয়েছে, আর নয়।’
সোশ্যাল মিডিয়া বয়কটের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘শুক্রবারে আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে যারা খেলোয়াড়দের কিংবা যেকোনো মানুষকে গ্যালারি থেকে অথবা অনলাইনে বর্ণবাদী মন্তব্য করে থাকে- তাদের অন্তত ফুটবলের ক্ষেত্রে সহ্য করবো না আমরা। সোশ্যাল মিডিয়া বয়কট করা ছোট্ট একটা পদক্ষেপ মাত্র। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’
Advertisement
গত মাসে বর্ণবাদের শিকার হয়েছিলেন টটেনহাম হটস্পারে খেলা ইংলিশ ফুটবলার ড্যানি রোজ। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি চাই না ভবিষ্যতে আর কোনো ফুটবল আমার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাক। আমরা একত্রে রুখে দাড়ালে অনেক কিছুই আটকানো সম্ভব। ফুটবলের কর্তাব্যক্তি এবং সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এখন যা করছে তা খেলোয়াড়দের বর্ণবাদ থেকে বাঁচানোর জন্য খুবই নগন্য।’
এসএএস/এমএস