টানা তিন কার্যদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে সব ধরনের সূচক ও লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল ১১টা ৩২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৭৫১ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৮ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৮৪ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮৩টির দাম বেড়েছে, কমেছে ৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৯৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ১৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার। টাকা অংকে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকার।এসআই/এআরএস/এমএস
Advertisement