‘আমার স্বপ্ন তুমি’, ‘তুমি আছো হৃদয়ে’ ছবির পরিচালক হাসিবুল ইসলাম মিজান আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রেইন স্ট্রোক করে বনশ্রীতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
Advertisement
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক কায়েস আরজু।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এফডিসিতে নেয়া হবে হাসিবুল ইসলামের মহদেহ। সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
২০০৭ সালে ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমা নির্মাণ করেছিলেন হাসিবুল ইসলাম। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও আয়েশা মুক্তি।
Advertisement
এর আগে শাকিব খান ও শাবনূরকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘আমার স্বপ্ন তুমি’ ছবি। ছবিটি পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য করেছিলেন হাসিবুল নিজেই।
এছাড়াও তার নির্মাণাধীন তিনটি ছবি হলো ‘ফুলবানু’, ‘মনে মনে প্রেম’ ও ‘পাগল প্রেমিক’। ছবিগুলোর কাজ এখনও শেষ হয়নি।
এমএবি/বিএ
Advertisement