জাতীয়

রাজধানীর সড়কে সাগরের ঢেউ!

দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। অনেক রাস্তায় আবার সাগরের মত ঢেউ খেলছে পানির স্রোত। পানি জমে অবস্থা এমন হয়েছে যে রাস্তাটা ঠিক কোথায় ছিল তা বোঝার কোন উপায় নেই। রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এরকম চিত্র দেখা গেছে।জাতীয় সংসদ ভবনের পূর্ব দিকের সড়কে মঙ্গলবার বিকেল থেকেই পানির স্রোত লক্ষ্য করা গেছে। দূর থেকে দেখে মনে হয় যেন সাগরেই ঢেউ সবাইকে সতর্ক করে দিচ্ছে। এই পথে অতিরিক্ত পানি জমে থাকার কারণে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি অনেক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।বিজয় স্মরণী এলাকায় লাল মিয়া নামের একজন সিএনজি চালক জাগো নিউজকে জানান, তিন ফুট পানির মধ্যে যখন একটি প্রাইভেটকার দ্রুত গতিতে চলাচল করে তখন একটি সিএনজি প্রায় পানির নিচে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তিনি বলেন, রাজধানীর কিছু কিছু সড়কের পানির ঢেউ সাগরের ঢেউকেও হার মানিয়েছে।মালিবাগের শান্তিবাগ এলাকা ঘুরে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে এই এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। অতিরিক্ত পানি জমে যাওয়ার কারণে রাস্তা বুঝতে না পারায় দুর্ঘটনার কবলে পড়েছে অনেক যানবাহন। এই পথে ফ্লাইওভার নির্মাণ কাজ চলার কারণে সংকুচিত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। তবে চারদিকে পানি থইথই করছে। এরকম পরিস্থিতিতে জীবনে ঝুঁকি নিয়েই চলাফেরা করছেন অনেকে।এই পথে নিয়মিত চলাচলকারী একজন যাত্রী হুরাইন জান্নাত এই প্রতিবেককে জানান, ছোট মেয়েকে নিয়ে প্রতিদিন তিনি এই পথে যাওয়া আসা করেন। তবে গতকাল থেকে রাস্তাটির অবস্থা এমন হয়ে গেছে যে বুঝার কোন উপায় নেয় পানির নিচে একটা রাস্তা রয়েছে।তিনি বলেন, জলাবদ্ধতার কারণে রিকশা চালকরা যেতে অপারগতা প্রকাশ করেন। পাশাপাশি বিকল্প কোন রাস্তা না থাকায় দ্বিগুন বা তিনগুণ ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে মালিবাগের দক্ষিণ পাশে অবস্থিত বাংলাদেশ পুলিশ টেলিকম ভবনের রাস্তা পানিতে তলিয়ে গেছে মঙ্গলবার রাতেই। ফের বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সড়কটি আরো ভয়াবহ রুপ ধারণ করেছে।দেখা গেছে, চরম ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা। সকালে অফিসমুখী যাত্রীরা কোন যানবাহন না পাওয়ায় জুতা খুলে হেঁটেই অফিসে রওনা করছেন তারা। দ্বিগুন টাকা দিয়েও রিকশা না পাওয়ায় নানাভাবে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।এমএম/এআরএস

Advertisement