বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হল অডিটরিয়ামে ‘সায়েন্টিফিক সেমিনার অন পলিসিসটিক ওভারিয়ান সিনড্রম : এ রাইজিং প্রোবলেম- টাইম টু অ্যাড্রেস ইউনিক হেলথকেয়ার ইন পিসিওএস’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
Advertisement
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
বিএসএমএমইউয়ের অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাসের সভাপতিত্বে এই সেমিনারে বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমইউ/এমবিআর/পিআর
Advertisement