জাতীয়

যাত্রাবাড়ীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisement

ভবনটির ৬ ও ৭ তলায় একটি মাদরাসার শিক্ষার্থীরা আটকা পড়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত। রাত ১টা ৬ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।

এর দুইদিন পরই গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে।

এআর/বিএ

Advertisement